Search

কেশবপুরে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত


কেশবপুরে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বিনামূল্যে নাক, কান ও গলা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সমাধান সমৃদ্ধি কর্মসুচির আওতায় পিকেএসএফ এর অর্থায়নে ওই স্বাস্থ্য ক্যা¤েপর আয়োজন করা হয়। ক্যাম্পে ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিষয়ক কনসালটেন্ট ডাক্তার হাসনাত আনোয়ার মুন ও ঢাকা স্কয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ দিপায়ন কুন্ডু রোগিদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। ক্যাম্পে ১৬৩ জন রোগিকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সমাধান সংস্থার উপপরিচালক শফিউল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান ও জহুরুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী আশরাফুজ্জামান, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, পরিবার পরিকল্পনা পরিদর্শক অভিজিৎ বসু, ডাঃ ইদ্রিস আলী, ডাঃ রায়হান আহম্মদ শুভ, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান প্রমুখ।