কেশবপুরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী জনসাধারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপকারভোগীদের নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে কেশবপুরে ১ লাখ ৪৩ হাজার ৬৫৪ জন উপকারভোগী ব্যক্তি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন। এসব উপকারভোগী ব্যক্তিদের নিয়ে এমন ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। উপকারভোগীদের ভেতর বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, ভ‚মিহীন হযরত আলী গাজী, গৃহিণী ভক্তিরানী রাহা, স্কুল ছাত্রী জান্নাতুল এলিন মুন, মৎস্যজীবী মাধব বর্মণ, শিক্ষক হযরত আলী, প্রতিবন্ধী আব্দুস সবুর প্রমুখ। অনুষ্ঠানে কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার উপকারভোগী মানুষ হাজির হন।