Search

সংসদ নির্বাচনের ভোটগ্রহন রোববার; সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্মকর্তাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, এরই মধ্যে সারাদেশে ভোট কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।


সংসদ নির্বাচনের ভোটগ্রহন রোববার; সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্মকর্তাদের

শনিবার সকালে রাজধানীর কাকরাইল উইলস লিটলস ফ্লাওয়ার স্কুলে, সহকারী রিটার্নিং কর্মকর্তা সু ওয়েমেন জো এর নেতৃত্বে, কড়া নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্তদের হাতে স্বচ্ছ ব্যালট বাক্সসহ, প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়। প্রিজাইডিং অফিসাররা সেসব মালামাল গ্রহণ করেন। এসময় সুষ্ঠু ভোটের প্রত্যাশা জানিয়ে সু ওয়েমেন জো বলেন, যে কোন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে সারাদেশের কেন্দ্র কেন্দ্রে সরবরাহ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম। খাগড়াছড়ির ১৯৬টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তারা সব কিছু বুঝে নিয়েছেন। এছাড়া জেলার ৩টি দূর্গম ভোট কেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম ছাড়াও, নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের পাঠানো হচ্ছে। এদিকে, বান্দরবানের ১৮২টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। ব্রাহ্মণবাড়িয়ার ৭৬১টি ভোটকেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এরমধ্যে হাওড় এলাকার দুর্গম হিসেবে চিহ্নিত ২৬৭টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো শুরু হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি ভোট বর্জনের ডাক দিয়ে প্রতিনিয়ত নির্বাচনবিরোধী অপতৎপরতা চালাচ্ছে, চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা তদন্ত করে দেখতে হবে- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত নাশকতা করে ভোট বানচাল করতে পারবে না।  সকালে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর লেইন ওয়াই এন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ট্রেনে আগুনের ঘটনায় বিএনপি-জামায়াতের সম্পৃক্ততা রয়েছে। 

এদিকে, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার সকালে, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে, একটি প্রতিনিধি দল অভিযোগ জানাতে কমিশনে যায়। পরে, সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, দেশের জনগণের সাংবিধানিক চর্চায় বাধা দেয়ার ক্ষমতা কারও নেই। বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত কোরে তাদের থেকে ভোটারদের সুরক্ষা দেয়ার আহ্বান জানান তিনি। #