শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদে বাস করে
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, শেখ হাসিনা জেগে থাকেন বলেই, দেশের মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারে। আওয়ামী লীগ সরকারই মানুষের কল্যাণে কাজ করে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের মানুষের খাদ্যের অভাব থাকে না। মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারে।

শনিবার (১৯ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ নম্বর মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মুন্সীরহাট হাইস্কুল মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।
সুজিত নন্দী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দ্বাদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের কোনো বিকল্প নেই। সকল সংকীর্ণতা ও ব্যক্তিস্বার্থ পরিহার করে আগামী নির্বাচনে চৌদ্দগ্রামে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না। তাই এই কুমিল্লা চৌদ্দগ্রামে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসায় মার্কিন কংগ্রেসম্যান
৮ নম্বর মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সাবেক ছাত্র নেতা আবু তাহের, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দীন, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।