শুক্রবার শেষ হচ্ছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা; সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জনগণের
আগামীকাল শুক্রবার সকাল ৮টায় শেষ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ফলে আজ বৃহস্পতিবার প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া বিভিন্ন আসনের প্রার্থী ও সমর্থকরা। নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আজই করছেন শেষ জনসভা।

শেষ মূহূর্তের প্রচারণায় ব্যস্ত রাজধানী ঢাকা তৃণমূল গ্রামগঞ্জের মানুষও। এরই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে, ঢাকা-১১ আসনে চলছে উৎসবের আমেজ। পাড়া মহল্লায়, অলিতে-গলিতে সবখানে ঝুলছে নানা রকমের পোষ্টার, ব্যানার ও ফেস্টুন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
ঢাকা-১১ আসনটি রাজধানীর বাড্ডা, ভাটারা-বেরাইদ সাতারকুল ইউনিয়ন’সহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসন থেকে নৌকা প্রতীকে লড়ছেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়াকিল উদ্দিন। তিনি গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করছেন। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে জনগণ আওয়ামী লীগকেই সমর্থন করছেন বলে জানান দলীয় ভোটার সমর্থকরা। আগামী ৭ জানুয়ারী জনগণের ভোটে নির্বাচিত হলে মানুষের সেবায় আজীবন কাজ করে যেতে চান নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন। এই আসনে মোট ভোটার রয়েছে ৪২ লাখ ৬ হাজার ৫৫৫জন।
এদিকে ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলায়ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বইছে উৎসবের আমেজ। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারের দুয়ারে,দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এর ব্যতিক্রম নয় চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের ভোটাররাও। তাদের মাঝে চলছে, নানা সমীকরণ। কে হচ্ছেন আগামীর সংসদ সদস্য? ৩ আসন থেকে নৌকার প্রার্থী বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চাঁদপুর ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ড. শামসুল হক ভূঁইয়া।
সাধারণ ভোটারদের বিভিন্ন বিশ্লেষণ ও আলোচনা বলছে, চাঁদপুর জেলায় ৫টি আসনের ৪টিতেই রয়েছে আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী। চাঁদপুর-৩ ও ৪ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামসুল হক ভূঁইয়া। রাজনীতির মাঠে প্রবীণ হওয়ায় নির্বাচন সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে তার। তাকে উৎসাহ যোগাচ্ছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
এদিকে, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকায় ভোট চাইছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টি, তরিকত ফেডারেশন ও বিএনএম। আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থী,দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হওয়ায় ভোটারদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবারের সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একমাত্র কচুয়া আসনে নৌকার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। বাকি আসনগুলোতে নৌকার প্রতিপক্ষ একাধিক প্রার্থী রয়েছে।#