কেশবপুরে উৎসবমুখর পরিবেশে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা মহিলা লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, যুবলীগ নেতা কাজী আলমগীর, অলোক চক্রবর্ত্তী, রবিউল ইসলাম, তৌহিদুল ইসলাম, আল আলাল দিলু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।