Search

যারা নির্বাচন বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসা উচিত: কাদের

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে আওয়ামী লীগ মানবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবে বলে জানান তিনি। তবে একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।


যারা নির্বাচন বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসা উচিত: কাদের

বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন,নির্বাচনী তফসিলের কোনও পরিবর্তন মেনে নেয়া হবে না। ওবায়দুল কাদের আরো জানান,আওয়ামী লীগ কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না। তবে, যারা প্রকাশ্যে নির্বাচনকে বাধা দিচ্ছে, তাদের বিষয়ে পশ্চিমা বিশ্ব নীরব কেন? এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। 

এছাড়া, ১৪ দলের শরিক দলগুলোকে আসন ছাড় দেয়ার ব্যাপারে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জানান, শরিক হলেই তাকে নমিনেশন দেয়া হবে না। বিজয়ী হওয়ার যোগ্য হলে বিবেচনা। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসবের আমেজে দেশের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন প্রার্থীরা। তবে কোথাও মনোনয়নপত্র সংগ্রহ তো দূরের কথা নির্বাচনী কোন আমেজ নেই বিএনপি ও সমমনা দলগুলোর কার্যালয়ে। তাদের বেশির ভাগ নেতা কর্মী এখনো কারাঅন্তরীন বলে দাবী দলটির কেন্দ্রীয় নেতাদের।#