Search

ক্রিকেট দলে সুযোগ পাওয়া কেশবপুরের অর্ঘ্যকে সহায়তা


ক্রিকেট দলে সুযোগ পাওয়া কেশবপুরের অর্ঘ্যকে সহায়তা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলে সুযোগ পাওয়া কেশবপুরের অর্ঘ্য ঘোষকে (১৩) ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তাকে এসব দেওয়া হয়। উপজেলার মজিদপুর গ্রামের মৃত সমীর ঘোষের ছেলে অর্ঘ্য ঘোষ যশোর জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলে উইকেট কিপার ও ব্যাটসম্যান হিসেবে খেলছে। সে কেশবপুর মধুশিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ওই খেলোয়াড়ের হাতে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ।
খেলাধুলার মাধ্যমে এলাকার সুনাম বয়ে আনাসহ সে ভবিষ্যতে জাতীয় ক্রিকেট দলে খেলতে চায় বলে অর্ঘ্য ঘোষ জানায়। সে সকলের কাছে দোয়া চেয়েছেন।