Search

কেশবপুরে একশ’ কৃষক পেল মাসকলাই-পেঁয়াজ বীজ


কেশবপুরে একশ’ কৃষক পেল মাসকলাই-পেঁয়াজ বীজ

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে একশ’ জন কৃষককে মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে ওই বীজ এবং সার বিতরণ করা হয়। এর ভেতর ৭০ জন কৃষককে এক কেজি করে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ডিএপি ২০ কেজি ও এমওপি ২০ কেজিসহ আর্থিক সহায়তা এবং বিভিন্ন কৃষি উপকরণ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০ জন কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার প্রমুখ। অতিথিবৃন্দ কৃষকদের হাতে বীজ, রাসায়নিক সারসহ কৃষি উপকরণ তুলে দেন।