মানসম্মত ও ত্রুটিহীন বই সরবরাহের দাবি
নিম্নমানের কাগজে বই ছাপানোর সমালোচনা করেছে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলন নামের একটি সংগঠন। যারা এর সঙ্গে জড়িত, তাদের শাস্তির দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মানসম্মত ও ত্রুটিহীন বই সরবরাহের দাবি করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সংগঠনের আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম ও সদস্যসচিব রুস্তম আলী খোকন এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বই ছাপাতে কাগজের ঔজ্জ্বল্য ৮৫ শতাংশ থেকে ৮০ শতাংশ নামিয়ে এনেছে। ফলে বইয়ের ছাপা হয়েছে নিম্নমানের। বেশ কিছু মুদ্রণপ্রতিষ্ঠান এই মানের চেয়েও নিম্নমানের কাগজে বই ছাপায় বেশ কিছু এলাকায় ছাত্রছাত্রীরা লেপ্টে যাওয়া বই পেয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রতিবছরই পাঠ্যবই প্রকাশে কোনো না কোনো ত্রুটি, অনিয়ম হয়ে থাকে, যার ভুক্তভোগী হয় কোমলমতি শিশু–কিশোরেরা। বিবৃতিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে আরও শক্তিশালী ও জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।