Search

মধুমেলায় অশ্লীলতা বন্ধের দাবিতে কেশবপুরে উলামা পরিষদের সভা


মধুমেলায় অশ্লীলতা বন্ধের দাবিতে কেশবপুরে উলামা পরিষদের সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি থেকে অনুষ্ঠিত নয়দিনব্যাপী মধুমেলায় অশ্লীলতা বন্ধসহ মেলা প্রাঙ্গন সংলগ্ন মসজিদের পবিত্রতা রক্ষার দাবি জানিয়েছে কওমী উলামা পরিষদ। মঙ্গলবার বিকেলে পৌর শহরের ডাক্তারখানা জামে মসজিদে এক আলোচনা সভার আয়োজন করে ওই দাবি জানানো হয়। এছাড়া এ বিষয়ে কওমী উলামা পরিষদের পক্ষ থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। 
কেশবপুর কওমি উলামা পরিষদের সভাপতি মাওলানা আসয়াদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। সংগঠনের সাধারণ স¤পাদক মুফতি মুহা. হাবিবুল্লাহ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মুফতি রেজওয়ান রফিকী, মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী ও হাফেজ মাহবুবুল হক। আরও বক্তব্য দেন, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা এহসান উদ্দীন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আবু মুসা সালিম, মাওলানা আব্দুর রহমান, হাফেজ আলীমুদ্দীন প্রমুখ। সভায় দুই শতাধিক উলামা পরিষদের সদস্য উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেন, মধুমেলায় অশ্লীলতা বন্ধের বিষয়ে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। #