মধুমেলা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
কেশবপুর (যশোর) প্রতিনিধি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে অনুষ্ঠিত মধুমেলা থেকে রাতে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহমুদুল হাসান মারুফ (২৪) নামে একজন সেনাবাহিনীর সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার রাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সেনা সদস্য মাহমুদুল হাসান মারুফ কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুল ইসলামের ছেলে। তিনি ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সেনা সদস্য মাহমুদুল হাসান মারুফ ছুটিতে বাড়ি এসে গত ২০ জানুয়ারি (শনিবার) তার বন্ধু কেদারপুর গ্রামের মাসুম বিশ্বাসের (২৩) সঙ্গে সাগরদাঁড়িতে অনুষ্ঠিত মধুমেলায় যান। মধুমেলা থেকে ঘুরে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ঘন কুয়াশাচ্ছন্ন অবস্থায় মোটরসাইকেল যোগে ফেরার পথে উপজেলার বুড়িহাটি সরদার পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা ইঞ্জিন চালিত করিমনের সঙ্গে ধাক্কা লেগে তারা উভয়ই ছিটকে পড়ে। এ দুর্ঘটনায় সেনা সদস্য মাহমুদুল হাসান মারুফ মারাত্মক জখম হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মারুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার রাতে মারা যান। মাহমুদুল হাসান মারুফ বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মারুফকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে নিহত সেনা সদস্য মারুফের বাবা উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় তার ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে কেদারপুর গ্রামে মারুফের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।