বেসরকারি শিক্ষকদের উৎসবভাতা ও বৈশাখি ভাতার চেক ছাড়
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসবভাতা ও বৈশাখি ভাতার চেক ছাড় হয়েছে। বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে এ সংক্রান্ত চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত উৎসব ভাতার টাকা তুলতে পারবেন।

বুধবার (৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
শিক্ষক-কর্মচারীরা এবারও খণ্ডিত উৎসব ভাতা পেলেন। স্কুল-কলেজের শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছেন।