কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে এসব বিদ্যালয়ের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামানের সভাপতিত্বে বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার, সহকারী অধ্যাপক মশিউর রহমান প্রমুখ। কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ এর সভাপতিত্বে বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলার বুরুলী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান কাজলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এম মাহবুব রহমান উজ্জ্বল, শিক্ষক নারায়ন চন্দ্র, নিতাই মন্ডল, গাজী মেহের আলী প্রমুখ।