Search

বিএনপির সঙ্গে সমঝোতার সুযোগ নেই- কাদের : হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়- খসরু

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বলে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলকে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ (সোমবার) দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বিএনপির সঙ্গে সমঝোতার সুযোগ নেই- কাদের : হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়- খসরু

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী ১২ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে  তারা পরিস্থিতি ও সরকারের অবস্থান জানতে চেয়েছে। নির্বাচনের পরিবেশ এবং বাস্তব অবস্থা, কোনো ভায়োলেন্সের আশঙ্কা আছে কি না এসব বিষয় তারা পর্যবেক্ষণ করছেন।

প্রতিনিধি দল কোনো প্রস্তাব দিয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা কোনো প্রস্তাব দেয়নি, তবে আলোচনায় উঠে এসেছে বিএনপির দাবির বিষয়গুলো। তখন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল জানতে চেয়েছে এ বিষয়ে এখন কোন সমঝোতার সুযোগ আছে কিনা? কিন্তু আমরা জানিয়েছি এ বিষয়ে আলোচনারই আর কোন সুযোগ নেই। 

এর আগে, সকালে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল গুলশানে বৈঠক করেছে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটার তো কোনো উন্নয়ন হয়নি, বরং আরও অবনতি হয়েছে বলে দাবী করেন এই বিএনপি নেতা। গত কয়েকটি নির্বাচনে তারা ভোটাধিকার হরণ করেছে। ভোট চুরির প্রকল্প এখন আরও শক্তিশালী হয়েছে। দমন নিপীড়ন আরও  বলেও মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দলের কাছে অভিযোগ করা হয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, এই সরকারের অধীনে নির্বাচন হলে যে দেশের জনগণ ভোট দিতে পারবে না। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যে নয়, আজকে সারা বিশ্বে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের মানুষ একটা গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।#