বিএনপির রাজনীতি বিদেশিনির্ভর- তথ্যমন্ত্রী; গণতন্ত্র না থাকায় বিদেশি হস্তক্ষেপ বাড়ছে- মঈন
বিএনপি বার বার বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘গণহত্যা ও বিচার: রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান' শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশি প্রভু নির্ভর রাজনীতি যারা করে তারা দেশের মানুষের কথা নয় নিজেদের নিয়েই ভাবেন; যা বিএনপির রাজনীতিতে বিরাজমান। আর রোহিঙ্গা সংকটে সকল নাগরিক অধিকার এবং সম্মানের সাথে মিয়ানমারে প্রত্যাবাসনেই সমাধান মিলেব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চলছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করলে রোহিঙ্গা প্রত্যাবাসন আরো সহজ হবে এখন।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার মুখে গণতন্ত্রের ফানুস উড়িয়ে বাকশাল কায়েম করেছে। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক কণ্ঠের আয়োজনে, 'গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকা' শীর্ষক সভায় তিনি একথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য, এটি যদি না থাকে তাহলে মুক্তিযুদ্ধ স্বাধীনতা সবকিছু অর্থহীন হয়ে যাবে। তিনি বলেন, সারাবিশ্ব এখন জানে বাংলাদেশে গণতন্ত্র নেই, এ কারণেই বিদেশিরা হস্তক্ষেপ করছে।
আর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্যে আন্দোলন করছে। শনিবার রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতাসীনদের কোনো জনভিত্তি নেই। বিএনপির আন্দোলনে জনসমাগম দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়েছে। এসময় সরকারের বিরুদ্ধে কথা বললে দেশের বিভিন্ন শ্রেশি-পেশার মানুষ গুম হয়ে যায় বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। #