Search

বিএনপি নয়, আওয়ামী লীগই মোসাহেবী করে প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ তাদের প্রভুর দ্বারে দ্বারে শুধু নয়, বরং পদতলে বসে মোসাহেবি করেছে, আর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অর্ঘ্য হিসেবে তুলে দিয়েছে প্রভুর দরবারে।


বিএনপি নয়, আওয়ামী লীগই মোসাহেবী করে প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছে: রিজভী

‘জনগণ দ্বারা বারবার প্রত্যাখাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছে’ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী এসব কথা বলেন।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন,অগণতান্ত্রিক শক্তির দোসররা কখনোই সত্যের পুজারি হতে পারে না। অবৈধ ক্ষমতা, সম্পদ পাচার, আর্থিক খাতে হরিলুট, দুঃশাসনের পরিসর যারা প্রতিদিন প্রসারিত করছে মিথ্যার সঙ্গে তাদেরই অকৃত্রিম বন্ধুত্ব। যাদের একজন মন্ত্রীর বিদেশে দুইশো মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি থাকে তাহলে সেই সরকারের অন্য মন্ত্রীরা যে, চোখে রঙিন চশমা নিয়েই রাজত্ব করছেন তা বলাই বাহুল্য।

বিদ্যুতের দাম বাড়ানোয় মধ্যম আয় ও নিম্ন আয়ের মানুষেরা দিশাহারা- বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনগণের ভোগান্তি বেড়েছে। অবৈধ শাসকগোষ্ঠীর এতে কোনো যায় আসে না। ক্ষমতাসীন সরকার নাগরিকদের অধিকারকে পরোয়া করে না বলে মন্তব্য করেন তিনি।#