বাগেরহাটে বর্তমান এমপিরাই পাচ্ছেন দ্বাদশের মনোনয়ন
দক্ষিণের জেলা বাগেরহাটের চার আসনের বর্তমান সংসদ সদস্যরাই পাচ্ছেন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন। বর্তমান সংসদ সদস্যদের বিকল্প কোনো চিন্তা করছে না সরকারি দল আওয়ামী লীগ। বর্তমানদের ওপরই ভরসা রাখছে। শনিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগ সূত্রে এতথ্য জানা গেছে।

চার আসনের মধ্যে বাগেরহাট-১ আসনে রয়েছেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ আসনে রয়েছেন একই পরিবারের শেখ তন্ময়। এ ছাড়া বাগেরহাট-৩ রয়েছেন বেগম হাবিবুন নাহার এবং বাগেরহাট-৪ আসনে রয়েছেন মো. আমিরুল আলম মিলন।
এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ক্ষমতাসীন দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথমে ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।