কেশবপুরে বন্ধুদের সঙ্গে দুর্গাপূজা দেখতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে বন্ধুদের সঙ্গে দুর্গাপূজা দেখতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় নূর নবী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার চুকনগর-কলাগাছি সড়কের সুফলাকাটি গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নূর নবী যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। তার সঙ্গে মোটরসাইকেলে থাকা অপর আরোহী বিজয় কুমার পাল (২১) পাশের খালের পানিতে ছিটকে পড়ে আহত হন।
বন্ধুদের সঙ্গে পূজা দেখতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার রেজাউল মজুমদার।
এলাকাবাসী জানায়, ৩টি মোটরসাইকেলে ৬ জন যুবক যশোর থেকে কেশবপুর উপজেলায় দুর্গাপূজার মন্ডপ দেখতে আসেন। তারা একে অপরের বন্ধু। উপজেলার ভেরচি এলাকা থেকে পূজা মন্ডপ দেখে রোববার সন্ধ্যায় তারা মোটরসাইকেল যোগে মণিরামপুর উপজেলার মশিহাটি এলাকায় পূজা দেখতে রওনা হন। পথিমধ্যে চুকনগর-কলাগাছি সড়কের সুফলাকাটি গ্রামের সূর্যপুর এলাকায় নূর নবী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় ব্রীজের কার্নিশে নূর নবীর মাথায় মারাত্মক আঘাত লেগে রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সঙ্গে থাকা অপর আরোহী যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের কার্তিক চন্দ্র পালের ছেলে বিজয় কুমার পাল মোটরসাইকেল থেকে পাশের খালের পানিতে ছিটকে পড়ে সামান্য আঘাত পান। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, বন্ধুদের সঙ্গে পূজা দেখতে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। কোন অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।