Search

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হত্যা নির্যাতন বন্ধের দাবিতে কেশবপুরে মানববন্ধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হত্যা নির্যাতন বন্ধের দাবিতে যশোরের কেশবপুরে মানববন্ধন করা হয়েছে।


ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হত্যা নির্যাতন বন্ধের দাবিতে কেশবপুরে মানববন্ধন

বুধবার দুপুরে শহরের ত্রিমোহিনী মোড়ে উপজেলা খেলাঘর আসরের উদ্যোগে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।
উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী প্রমুখ। বক্তারা অবিলম্বে ফিলিস্তিনিদের উপর হত্যা নির্যাতন বন্ধের দাবি জানানোর পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।