পুলিশের সাথে সংঘর্ষে পণ্ড বিএনপির সমাবেশ ; রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে হরতালের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুড়ে পণ্ড করে দিয়েছে।
এর প্রতিবাদে রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি। এদিকে, দফায় দফায় সংঘর্ষ, হামলা ভাঙচুরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে আরামবাগ, বিজয়নগর, নয়াপল্টন এলাকা। পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ডিউটিরত অবস্থায় পারভেজ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়া পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন। বিকেলে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।
অন্যদিকে, মতিঝিল এলাকায় সমাবেশের জন্য সমবেত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করেননি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ। তিনি বলেন, জামায়াতের সঙ্গে পরবর্তীতে যে আলোচনা হয়েছে, সমাবেশে বক্তব্য রেখে তারা চলে যাবে। তারা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করেনি। এর আগে, দুপুর ২টার দিকে পল্টনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। বিজয়নগর পানির ট্যাংকির কাছে টায়ারে আগুন লাগিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।##