নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিলসহ ৪ দফা কর্মসূচি ইসলামী আন্দোলন বাংলাদেশের
চলতি সংসদ ভেঙে দিয়ে সব প্রতিনিধিত্বশীল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সেই সঙ্গে নির্বাচনী তফসিল ঘোষণার দিন নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিলসহ ৪ দফা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ রোববার পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সকল কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। ইসি অভিমুখে গণ-মিছিল ও বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের চলমান রাজনৈতিক সংকট নিয়ে বিভিন্ন দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ২০ নভেম্বর সংলাপের কথাও জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর।
সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের নেতা বলেন, ক্ষমতাসীনদের সীমাহীন ক্ষমতা লিপ্সার কারণে সৃষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে, যা জনগণ দেখছে। নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন কমিশন’ অখ্যায়িত করে তিনি বলেন, “কলঙ্কের নিম্নস্তরে পৌঁছে গেছে নির্বাচন কমিশন। এই সরকারের অধীনে নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ কখনোই হবে না দাবী করে তাদেরকে পদত্যাগ করে পরিবেশ তৈরি করতে ব্যবস্থা নিতে বলেন ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। ##