Search

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করছে ইসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সমস্ত দল অংশগ্রহণ করবে তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এছাড়াও দেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর বলে জানান নির্বাচন কমিশন সচিব।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করছে ইসি

ইসি সচিব বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সবার সহযোগিতা প্রত্যাশা করছে। সুষ্ঠু ভোট আয়োজনে ইসি তার সংবিধানিক ক্ষমতার শতভাগ প্রয়োগ করবে বলেও জানান সচিব। এর আগে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর নেতৃত্বে দলটির ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা খোলামেলা আলাপ করেছেন। পাশাপাশি নির্বাচন কমিশন বরাবর ১২টি সুপারিশ তুলে ধরেছেন।

ইসি সচিব বলেন, ‘ভোট গ্রহণকালে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি টিভি স্থাপনের জন্য তারা জোরালো দাবি জানিয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ডের প্রধানতম বাধা আইন-শৃঙ্খলা ও প্রশাসন, সেটা নিয়ন্ত্রণে কী ভূমিকা নেবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম হচ্ছে, আইন এবং সংবিধানের আলোকে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, কমিশন সেই ক্ষমতা সম্পূর্ণরূপে প্রয়োগ করবে এবং তা বাস্তবায়নে সচেষ্ট থাকবে মর্মে কমিশন তাদের আশ্বস্ত করেছে।

এ সময় তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বলেন, সংবিধান মেনে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যেতে চান তারা। তারা ৩০০ আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতিও নিচ্ছেন। #