থমথমে শাপলা চত্বর, জামায়াতকে পুলিশের ধাওয়া
পুলিশ অনুমতি না দিলেও রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে জামায়াতের ইসলামীর পূর্ব ঘোষণা অনুযায়ী মহাসমাবেশের স্থানে দলটির নেতাকর্মীরা জড়ো হতে চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
এর আগে সকালে রাজধানীর আরামবাগে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে নেতাকর্মীরা।
এদিকে মতিঝিল-আরামবাগ এলাকায় বিপুল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। জামায়াতের নেতাকর্মীরা এসব এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নিলেও মতিঝিল এলাকায় অবস্থান নিতে পারছে না।
পুলিশের অনুমতি না পেলেও রাজধানীর শাপলা চত্বরেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিন দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।
এদিকে সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও ভোরেই নয়াপল্টনের সড়ক দখল করে নিয়েছে নেতাকর্মীরা। নেতাকর্মীদের মিছিল, স্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা।
শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।