Search

তারেক রহমান ও তার কন্ঠকেও ভয় পায় সরকার, তাই বিভিন্ন নির্দেশনা: ড. আব্দুল মঈন খান

তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তার সমস্ত ভিডিও অনলাইন মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আদালতের মাধ্যমে। এটা স্বৈরাচারী আচরণের লক্ষ্যন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।


তারেক রহমান ও তার কন্ঠকেও ভয় পায় সরকার, তাই বিভিন্ন নির্দেশনা: ড. আব্দুল মঈন খান

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর ১৮তম প্রতিষ্ঠা উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মিডিয়ার শক্তিকে সরকার ভয় পায় বলে নতুন নতুন নির্দেশনা দেয়া হচ্ছে। সরকার আদালতের মাধ্যমে বলেছে তারেক রহমানের কথা কোনো রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না, সরিয়ে দিতে হবে। আসলে সরকার তারেক রহমানকে ভয় পায়, তার কন্ঠকেও ভয় পায়।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি দেওয়া সব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। #