Search

তপশিল দিলেই নির্বাচন হয় না : রিজভী

তপশিল দিলেই নির্বাচন হয় না এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা বাংলাদেশের প্রত্যাশা, জনমত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর্যুপরি আহ্বান উপেক্ষা করে নির্বাচন কমিশন একতরফা তপশিল ঘোষণা করেছে। নির্বাচন কমিশন অতীতের মতোই আরেকটি পক্ষপাতদুষ্ট তপশিল ঘোষণা করেছে, তা আমরা চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আজ বুধবার (১৫ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


তপশিল দিলেই নির্বাচন হয় না : রিজভী

রিজভী বলেন, একতরফা নির্বাচনের এই তথাকথিত ‘তপসিল রঙ্গ’ জনগণ মানে না। এই নীলনক্সার নির্বাচনের তপশিলে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল- বিএনপির পক্ষ থেকে আমি সরকার ও নির্বাচন কমিশনকে আবারও হুঁশিয়ার করে বলতে চাই, এই অবিমৃষ্যকারিতার পরিপ্রেক্ষিতে দেশে যে ভয়াবহ অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে তার পুরো দায়ভার তাদেরকেই বহন করতে হবে।

তিনি বলেন, জনগণের চলমান অগ্নিগর্ভ আন্দোলন আরও তীব্র ও কঠিনতর হবে এবং অতি দ্রুতই আওয়ামী সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ। জনগণের সরকার প্রতিষ্ঠার পর এই সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলের বিচার করবে জনগণ। প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণে বলেছেন, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করবেন। এ কথাতো ডাহা মিথ্যা, ভণ্ডামিপূর্ণ এবং মেকি। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করা চোরাবালিতে পড়ার শামিল।

রিজভী বলেন, এই কমিশনকে কেউ মানে না। ইসি মূলত আওয়ামী কমিশন। শেরেবাংলা নগরে রায়টকার, জলকামান, সজোয়া যান নিয়ে শত শত পুলিশ র‌্যাব-বিজিবি বেষ্টিত ইসি ভবনে বসে সিইসি কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্যে ভাষণে সিলেকশন ভোটের তপশিল ঘোষণা করে গোটা দেশকে অন্ধকারে নিক্ষেপ করল।

তিনি বলেন, অতীতে রাকিব- হুদা কমিশনের মতোই কাজী হাবিবুল আউয়াল কমিশন দলদাসত্বের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে গণশত্রুতে পরিণত হলো। তারা শেখ হাসিনার নির্দেশে একটি অগ্রহণযোগ্য, একপেশে, প্রশ্নবিদ্ধ, বিরোধপূর্ণ নির্বাচনের চরম ধৃষ্টতা দেখানোর যে ঝুঁকি নিলো জনগণ এর পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনা ভেবেছেন তার পা চাটা গোলামদের দিয়ে একটি পাতানো ভোট রঙ্গ মঞ্চস্থ করবেন। কিন্তু তার জেনে রাখা উচিত এটা ২০১৪ কিংবা ২০১৮ নয়।

রিজভী বলেন, তপশিল দিলেন আর পুলিশী ভোটের মাধ্যমে ফল ঘোষণা করে ক্ষমতার সিংহাসন রক্ষা করলেন, এতো সহজ নয়। নির্বাচনের একটা ঘোষণা দিলেন, আর নির্বাচন হয়ে গেল! এই দিবা স্বপ্ন আর বাস্তবায়িত হবে না। রাজপথের দিকে তাকিয়ে দেখেন। গোটা দেশ অচল হয়ে গেছে। অবরোধে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ঢাকা।

রিজভী আরও বলেন, ২০১৮ সালে কামরাঙ্গীচর থানার একটি মিথ্যা ও গায়েবী মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গাফফারসহ মোট ২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে আজ ২ বছরের ফরমায়েশী রায়ে সাজা প্রদান করেন আদালত। বিএনপি নির্বাহী কমিটি সদস্য সাইফুল ইসলাম পটুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এবং ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে আজ সকালে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও যুবদল কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি দিপু সরকার এবং পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুটুল বিশ্বাসকে।

 

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের মোট গ্রেপ্তার ৩৪৫ জনের অধিক নেতাকর্মী, মোট মামলা ৯টি, মোট আসামি ১১৩৫ জনের অধিক নেতাকর্মী এবং মোট আহত ২৫ জনের অধিক নেতাকর্মী।