Search

ঢাকার ৭০ আসনের ২৫টিতেই স্বতন্ত্রদের লড়াই; বাড়ছে ঈগল-ট্রাকের প্রচারণা

বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের বাকি আর মাত্র ক'দিন। প্রতীক বরাদ্দের পর সারা দেশের মতো রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনের প্রার্থীরাও নেমে পড়েছেন মাঠে। জমে উঠতে শুরু করেছে রাজধানীর নির্বাচনী প্রচার-প্রচারণা।


ঢাকার ৭০ আসনের ২৫টিতেই স্বতন্ত্রদের লড়াই; বাড়ছে ঈগল-ট্রাকের প্রচারণা

তবে প্রতিদ্বন্দ্বিতাহীন নিরুত্তাপ এ ভোট নিয়ে তাই আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়া সাধারণ ভোটারদের কারও তেমন কোনো আগ্রহ নেই। এমনকি দু-একজন বাদে প্রার্থী চেনেন না অধিকাংশ ভোটার। এমন অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় একশ আসনে রয়েছেন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী। ভোটের মাঠে তারা নৌকা প্রতীকের প্রার্থীকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই চলমান সংসদের সদস্য কিংবা জেলা-উপজেলা আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক। আছেন শোবিজের তারকা প্রার্থীও। এ প্রার্থীদের অনেকে প্রতীক হিসেবে বেছে নিয়েছেন ট্রাক কিংবা ঈগল।

ঢাকার ৭০ আসনের মধ্যে ২৫ টিতে স্বতন্ত্রদের লড়াই শুরু হয়েছে। ঢাকা ৩, ৪,৫, ১১ ও ১৯ আসনে রয়েছে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী।

যদিও অলিগলি নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে। আওয়ামী লীগের প্রার্থীরা দ্বারে দ্বারে ঘুরছেন। তবে অন্য দল বা স্বতন্ত্রদের প্রতীক সংবলিত পোস্টার নেই বললেই চলে। এমন অবস্থাকে নির্বাচনী উৎসব বলতে নারাজ সাধারণ ভোটাররা।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় প্রতিদিনই নৌকার পক্ষে মিছিল হচ্ছে। কোথাও কোথাও প্রার্থীর পক্ষে বাসাবাড়িতে গিয়ে ভোটও চাওয়া হচ্ছে। এ ছাড়া সন্ধ্যার পর শোডাউনও দেখছেন তারা। কিন্তু অন্য কোনো প্রতীকের সমর্থনে মিছিল বা প্রচার-প্রচারণা কেউ দেখেননি। কিন্তু এমন পরিস্থিতে জয়ের ব্যাপারে আশাবাদী ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিন।

ঢাকা-৮ এর স্বতন্ত্র প্রার্থী মো: খসরু চৌধুরী মনে করেন- জনগণ তাকে যোগ্য হিসেবে ভোট দেবেন। ঢাকা ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সজল মোল্লার দাবি জনগণের প্রয়োজনে পাশে থাকবেন তিনি। কাজ করে যাবেন সব সময়। আর ১৪ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী কাজী ফরিদুল হক হ্যাপীর মন্তব্য মানুষের জন্য কাজ করলে তার মূল্যায়ন পাওয়া যায়। #