ঢাকায় গণ্ডগোল করলে কঠোরভাবে দমন: তথ্যমন্ত্রী
বিএনপির সমাবেশ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘আপনারা শান্তিপূর্ণ সমাবেশ করুন, প্রশাসন সহযোগিতা করবে। গণ্ডগোলের অপচেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে মোকাবিলা করা হবে, সন্ত্রাসীদের বিতাড়িত করা হবে।’

আজ শনিবার চট্টগ্রামের অনোয়ারার কোরিয়ান ইপিজেটের মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় এসব কথা বলেন।
টানেল উদ্বোধন উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়েছে।
এটাকে দুর্বলতা ভাবলে ভুল হবে।’
বিএনপির সময়ে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন ‘তারা আমাদের লাঠিপেটা করেছে, মতিয়া চৌধুরীর মতো জ্যেষ্ঠ রাজনীতীবিদকে টানা-হেঁচড়া করেছে। আর এখন তারা ক’দিন পরপর কর্মসূচি দেয়। হাঁটা, বসা, দৌড়ানো কর্মসূচির পর সামনে হয়তো হামাগুড়ি কর্মসূচি দেবে।
’
বিএনপির সমাবেশকে পাগলের নাচের সঙ্গে তুলনা করে হাছান মাহমুদ বলেন, ‘রাখতে হবে, আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি অগ্নিস্ফুলিঙ্গের নাম, আর আমাদের নেত্রী শেখ হাসিনা, যার শিরায়-ধমনীতে বঙ্গবন্ধুর রক্তস্রোত প্রবাহমান, যে রক্ত আপস জানে না, পরাভব মানে না। তাই নয়াপল্টনে ৩০-৪০ বা ৫০ হাজার লোক সমাবেশ করে লাভ নেই, যেখানে গুলিস্তানের মোড়ে পাগল নাচলেও ১০-২০ হাজার লোক জড়ো হয়।’
কর্ণফুলি টানেলকে এশিয়ার প্রথম টানেল দাবি করে মন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে সড়ক টানেল এটিই প্রথম। পাহাড়ের তলদেশে টানেল, নদীর তলদেশে রেল টানেল থাকলেও নদীর নিচ দিয়ে সড়ক টানেল দক্ষিণ এশিয়ায় আর কোথাও নেই। চট্টগ্রামের উন্নয়নে গত ১৫ বছরে প্রধানমন্ত্রী ১লাখ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
যার ফলে ঢাকার মতো চট্টগ্রামকেও আর আকাশ থেকে চেনা যায় না, ব্যাংকক-সিঙ্গাপুর মনে হয়।’#