জঙ্গিগোষ্ঠীকে উষ্কানি দিচ্ছে বিএনপি-কাদের; সংবিধান মেনে নির্বাচনের কথা সরকারের প্রতারণা-ফখরুল
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জঙ্গিগোষ্ঠীকে উষ্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির মদদেই জঙ্গিবাদী সংগঠনের নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন দলটির সাধারন সম্পাদক। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। কাদের আরো অভিযোগ করে বলেন, বিএনপির সহায়তা, প্রত্যক্ষ মদদ ও পৃষ্ঠপোষকতায় দেশে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের ভয়াবহ উত্থান ঘটে। বিএনপির শাসনামলে বাংলাদেশ হয়ে উঠেছিল সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্য। তারা আবারো এ দেশকে অশান্ত করার পায়তারা করছে বলে মনে করেন তিনি।
এদিকে,বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,সংবিধান অনুযায়ী নির্বাচন হবে,এটা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার। কারন সংবিধান তো মানুষের জন্যই তৈরি করা হয়।আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন,বর্তমান সংবিধানটি আওয়ামী লীগের তৈরি করা সংবিধান। যেখানে কোনো প্রশ্ন করা যাবে না,কোনো পরিবর্তন করা যাবে না। অথচ, তারা তো নিজেদের প্রয়োজনমতো সংবিধান তৈরি করেছে,তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে। তিনি আরো বলেন এই আওয়ামীলীগই তত্ত্বাবধায়ক সরকারের জন্য টানা আন্দোলন করেছিল রাজপথে। এখন আওয়ামী লীগ নিজেদের এদেশের একমাত্র মালিক মনে করতে শুরু করেছেন বলেও অভিযোগ করেন তিনি। #