Search

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা: মুরাদ

সাবেক স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী বানাবে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়েই হবে এবং আবারও বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।


চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা: মুরাদ

রোববার (৫ নভেম্বর) জামালপুরের সরিষাবাড়ীতে মুরাদ হাসান এমপির নেতৃত্বে বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সকালে পৌর শহরের আরামনগর বাজার এলাকায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে অবৈধ হরতাল ও অবরোধের নামে সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর এবং পুলিশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভা প্রাঙ্গণ থেকে আরামনগর বাজার হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মিছিল শেষে সরকার প্লাজার সম্মুখে বিএনপি-জামায়াতের নাশকতা ও অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

শান্তি সমাবেশে মুরাদ হাসান বলেন, দেশে হরতাল অবরোধের নামে হত্যা ,জ্বালাও পোড়াও ভাঙচুর করে কোনো লাভ নেই। অপরাজনীতি করে শেখ হাসিনার উন্নয়নের ধারা বন্ধ করা যাবে না।

এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ ও কৃষক লীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#