Search

কেশবপুরে সাবেক শিক্ষামন্ত্রী সাদেকের মৃত্যুবার্ষিকী পালন


কেশবপুরে সাবেক শিক্ষামন্ত্রী সাদেকের মৃত্যুবার্ষিকী পালন

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এএসএইচকে সাদেকের ১৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি এইচ এম আমির হোসেন, যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সদস্য মশিয়ার রহমান দফাদার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক মুনছুর আলী, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুল, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দপ্তর সম্পাদক মফিজুর রহমান।
এএসএইচকে সাদেক ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর কেশবপুর শহরের নিজ বাসভবনে সকাল ৭টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। এএসএইচকে সাদেক অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। 
১৯৩৪ সালের ৩০ এপ্রিল যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন এএসএইচকে সাদেক। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহমেদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে স্বীকৃতি আদায় এবং সুন্দরবনকে ইউনেস্কোর অধীনে অন্তর্ভুক্ত করতে সফল হয়েছিলেন। যার স্বীকৃতিস্বরূপ ও শিক্ষা বিস্তারে অবদান রাখার জন্য তাঁকে ২০১০ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।