কেশবপুরে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কমিটি গঠন

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে ২৫ সদস্য বিশিষ্ট কেশবপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটির অনুমোদন দেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আহবায়ক কামরুজ্জামান চৌধুরী ও সদস্য সচিব প্রদীপ কুমার দাস।
উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন- আহবায়ক জয়নাল উদ্দীন, সদস্য সচিব শেখ আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান ও ওজিয়ার রহমান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- আব্দুল আজিজ, মাস্টার আব্দুর রাজ্জাক, খলিলুর রহমান, নুরুল ইসলাম, আক্তারুজ্জামান, আব্দুর রশিদ, মাস্টার শহিদুল্লাহ, শম্ভু নাথ, গাউসুল আযম তুহিন, লুৎফর রহমান, মশিয়ার রহমান, আছিয়া আক্তার, শাহনাজ পারভীন, নারগিস সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এ সংগঠনের জেলার নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।