কেশবপুরে আওয়ামী লীগ ও দলীয় স্বতন্ত্রে হবে হাড্ডাহাড্ডি লড়াই

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): যশোর-৬ (কেশবপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়-পরাজয়ে আওয়ামী লীগ ও দলীয় স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এমনই আলোচনা-সমালোচনা চলছে উপজেলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে। চায়ের দোকান, হাট, বাজারসহ সর্বত্র এখন নির্বাচনী আলোচনা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কোন প্রার্থী কেমন, সাধারণ মানুষ কার কাছে সহজে যেতে পারবেন, কে জনবান্ধব, কাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে- এ নিয়ে সর্বমহলে চলছে ব্যাপক আলোচনা।
যশোর-৬ আসনটিতে মোট চারজন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের জি এম হাসান।
নির্বাচনে অংশ নেওয়া ওই প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এমনকি কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নিজের পক্ষে ভোট প্রার্থনা করে ফিরছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে নৌকা, কাঁচি ও ঈগল প্রতীকের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বীতা হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলার মধ্যকুল গ্রামের কৃষক আব্দুল কাদের বলেন, তাদের এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কে জিতবে নিশ্চিত করে বলা মুশকিল। উপজেলার কলাগাছি এলাকার ব্যবসায়ী ইসরাফীল হোসেন বলেন, আওয়ামী লীগ থেকে নৌকা নিয়ে একজন ও একই দলের স্বতন্ত্র হিসেবে দুইজন ভোটে নামায় সাধারণ ভোটাররা তেমন মুখ খুলছে না। তবে এ তিন প্রার্থীর ভেতর থেকেই জয়-পরাজয় নির্ধারণ হবে। উপজেলার হাসানপুর এলাকার পল্লী প্রাণী চিকিৎসক আব্দুস সালাম মুর্শেদী বলেন, এবারের ভোটে কে কাকে সমর্থন দেবেন তা বলা মুশকিল। তবে যেই জয়লাভ করুক না কেন জয়-পরাজয়ের ব্যবধানটা খুবই নিকটে থাকবে। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ আসনে প্রতিটি নির্বাচনেই নারী ভোটারদের উপস্থিতি হয় লক্ষ্যণীয়। এবার নারী ভোটাররা যে প্রার্থীর দিকে ঝুঁকবেন, তারই জয়ের সম্ভাবনা থাকবে।
যশোর-৬ (কেশবপুর) আসনটি ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার ২ লাখ ১৭ হাজার ৪২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৬৬৬ ও নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৭৫৭ জন। ভোট কেন্দ্র রয়েছে ৮১টি। ভোটকক্ষ ৫০৮টি। এর মধ্যে পুরুষ ভোটারদের কক্ষ ২৪৩টি ও নারী ভোটারদের কক্ষ ২৬৫টি।