Search

কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ


কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেছে। যেখানেই বাল্যবিবাহ, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার অঙ্গিকার করেছে তারা। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে শিক্ষার্থীরা এ শপথ গ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য দেন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর শংকর বিশ্বাস, পরিত্রাণের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার দাস, শিক্ষার্থী আনিকা জামান প্রাপ্তি, খাদিজা সুলতানা জিম, রাজদ্বীপ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অতিথিবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এ শপথ পাঠে অংশ নেন।
শপথ বাক্য পাঠ করান উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। শপথ বাক্য পাঠ করানোর সময় বলা হয়- ‘ আমরা শপথ করিতেছি যে, বাল্যবিবাহ করবো না। বাল্যবিবাহ প্রদানে উৎসাহ প্রদান করবো না। যেখানেই বাল্যবিবাহ, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলবো। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতায় বাল্যবিবাহ আমরা বন্ধ করবোই করবো। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক।’
এ ছাড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে দিবসটি উপলক্ষে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, ‘আমার কথা শোনো’ শীর্ষক আলোচনা, চিত্রাংকন, আবৃত্তি, দেশের গান প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।