Search

কেশবপুরে প্রাথমিকের ৮১০ শিক্ষকের প্রশিক্ষণ শুরু


কেশবপুরে প্রাথমিকের ৮১০ শিক্ষকের প্রশিক্ষণ শুরু

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে তিন দিনব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮১০ জন শিক্ষকের শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
উপজেলার ১৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৮১০ জন শিক্ষককে নিয়ে ২৭টি ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধনী ব্যাচে ৩০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী ৪ অক্টোবর প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায়, প্রভাত কুমার রায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু।
এ ব্যাপারে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলামের আলোকে শিক্ষকদের এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উপজেলার ১৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৮১০ জন শিক্ষক এ প্রশিক্ষণ পাবেন।