কেশবপুরে ৮১ কেন্দ্রের ভেতর ৪৩টি ঝুঁকিপূর্ণ: আমির হোসেন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন বলেছেন, ‘যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১টি কেন্দ্রের ভেতর ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। কেশবপুরের সীমান্তবর্তী এলাকা লাগোয়া ভোটকেন্দ্রগুলোতে অন্য এলাকা থেকে ওই কেন্দ্রে চড়াও হওয়া, ভোটকেন্দ্রের উপর দখল কায়েম করাসহ অন্য কোন উদ্দেশ্য হাসিলের জন্য অপকৌশল থাকতে পারে বলে আশঙ্কা করছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেছি।’ বৃহস্পতিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। এ ছাড়া তিনি উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ছিলেন।
তিনি আরও বলেন, ভোট প্রদানের ক্ষেত্রে ভোটারদের আগ্রহ রয়েছে। পরিবেশ সুষ্ঠু ও সুন্দর হলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। কিন্তু বিশেষ কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার কর্মী ও সমর্থকরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন। অন্য প্রার্থীর নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বিশেষ করে পোস্টার এবং লিফলেট বিতরণের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এবং তাদের পক্ষ থেকে যখন প্রচরণায় যাওয়া হচ্ছে তখন যারা তাদের প্রার্থীকে ভোট দেবেন না তখন ভোটারদেরকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য বলা হচ্ছে। যদি ভোট কেন্দ্রে যায় তাহলে পরিণতি কি হবে- সে সম্পর্কে হুশিয়ারি করছেন। যেটা দুঃখজনক।
স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন জানান, ‘আমি কেশবপুরবাসীকে আহ্বান জানাবো- ভয়ভীতিকে উপেক্ষা করে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে এসে আমার কাঁচি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সাহায্য করবেন। কেশবপুরের মানুষের স্বপ্ন পূরণে আমাকে পাশে পাবেন। আমার আশা এবং প্রত্যাশার সঙ্গে জনগণের চাহিদা এবং আকাঙ্খার সংমিশ্রণে একটি সুন্দর কেশবপুর বিনির্মাণে আমি জয়যুক্ত হবো বলে বিশ্বাস করি।’
বৃহস্পতিবার দুপুরে গণসংযোগকালে এইচ এম আমির হোসেনের সঙ্গে কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।