Search

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন


কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পৃথক উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক ব্যক্তিদের রক্তের গ্রুপ এবং ডায়বেটিস পরীক্ষা করানো, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণমূলক সভা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।