কেশবপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা।