Search

কেশবপুরে পানির উপর তৈরি করা দৃষ্টিনন্দন কফি হাউজে মুগ্ধ দর্শনার্থীরা


কেশবপুরে পানির উপর তৈরি করা দৃষ্টিনন্দন কফি হাউজে মুগ্ধ দর্শনার্থীরা

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): পরিবার নিয়ে বিশুদ্ধ সময় কাটানো ও চিত্তবিনোদনের জায়গার অভাব পূরণে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন কেশবপুরের সারুটিয়া এলাকার উদ্যোক্তা রাজিকুল ইসলাম রাজু। তিনি বিলের ভেতর মনোমুগ্ধকর পরিবেশে পানির উপর বাশ, কাঠ ও গোলপাতা দিয়ে তৈরি করেছেন দৃষ্টিনন্দন এক কফি হাউজ। উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি-চুকনগর সড়কের আড়খালী এলাকায় সড়ক সংলগ্ন বিলে এ কফি হাউজটি অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিশুদ্ধ বাতাসের সমন্বয়ে এখানে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশ। এ কারণে কফি হাউজে এসে মুগ্ধ হচ্ছে দর্শনার্থীরা।
জানা গেছে, উদ্যোক্তা রাজিকুল ইসলাম রাজু (৩২) মানুষের চিত্তবিনোদনের অভাব পূরণ করতে সুন্দর পরিবেশে বিলের ভেতর পানির উপর কফি হাউজটি তৈরি করেছেন। এখানে মানুষের চলাচলের জন্য নিচে কাঠের পাটাতন দেওয়া হয়েছে। এ ছাড়া চারপাশে বাঁশের বেড়া ও গোলপাতার ছাউনি দিয়ে তিনটি পৃথক স্থানে বসার ব্যবস্থা করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে নিরিবিলি ভাসমান কফি হাউজ। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার সুফলকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান কফি হাউজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের দিন থেকেই বিভিন্ন স্থান থেকে এ কফি হাউজে বেড়াতে আসছে দর্শনার্থীরা।
কফি হাউজে বেড়াতে আসা উপজেলার কলাগাছি এলাকার ইসরাফিল হোসেন বলেন, জায়গাটা অনেক সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য, বিশুদ্ধ বাতাস সব কিছু মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এসে ভালোই লাগছে। শিক্ষক সমীর মুখার্জি বলেন, মানুষের চিত্তবিনোদনের জায়গা এখন খুব কমে গেছে। এখানে মনোরম পরিবেশে কফি হাউজটি হওয়ায় গরমের সময় বসা ও আড্ডা দেওয়াও যাবে।
ওই জমির মালিক শিক্ষক আনন্দ কুমার রায় বলেন, আমাদের এখানকার মানুষ ও বাইরে থেকে যারা আসবে তারা যেন স্বপরিবারে এসে এখানে এসে প্রকৃতির মাঝে থেকে আনন্দ উপভোগ করতে পারে। সেজন্য উদ্যোক্তা রাজিকুল ইসলামকে বিলের ভেতর পানির উপর কফি হাউজ তৈরি করতে অনুপ্রেরণা জুগিয়েছিলাম।
কফি হাউজের পরিচালক রাজিকুল ইসলাম রাজু বলেন, এখানে খুব সুন্দর একটি পরিবেশ। গৌধূলি বেলায় খুব কাছ থেকে সূর্য ডোবা দেখা যায়। এখানকার সুন্দর পরিবেশ মানুষকে দেখানোর জন্য ও বিনোদন দেওয়ার উদ্দেশ্যে কফি হাউজটি তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, এখানে কফির পাশাপাশি ফুসকা, চটপটি, ফালুদা, হাঁসের মাংস, ছিটা রুটিসহ অন্যান্য খাবারের ব্যবস্থা থাকবে।