কেশবপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে কেশবপুর পাবলিক ময়দানে বাংলা নববর্ষ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। পরে শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনসহ বৈশাখী সাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে শহরে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এদিন আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠী, চারুপীঠ একাডেমিসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে পৃথকভাবে নববর্ষ উদযাপন করেছে। এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায়, জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে প্রমুখ।
এদিকে বাংলাদেশ শিশু একাডেমি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সোমবার সকালে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।