Search

কেশবপুরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর পাশে প্রবাসী আবু সাঈদ


কেশবপুরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর পাশে প্রবাসী আবু সাঈদ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দিবস মন্ডল (৪) নামে একজন শিশুকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী আবু সাঈদ। মঙ্গলবার দুপুরে তার পক্ষে ওই আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রবাসী আবু সাঈদের বাড়ি কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।
জানা গেছে, কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের বিধবা ঋতুপর্ণা মন্ডলের একমাত্র শিশু ছেলে দিবস মন্ডল কিছুদিন আগে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। সন্তানের চিকিৎসা করানোর মতো সামর্থ্য না থাকায় বাবা-মা হারানো ওই অসহায় নারী পড়েছেন বিপাকে। খবর পেয়ে প্রবাসী আবু সাঈদ ওই শিশুর চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা পাঠিয়ে দেন। তার পক্ষে ওই পরিবারের নিকট আর্থিক সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, সুজিত চন্দ্র প্রমুখ। বর্তমানে ঋতুপর্ণা মন্ডল ছেলেকে নিয়ে কেশবপুর খাদ্য গুদামের কোয়ার্টারে তার নানীর আশ্রয়ে রয়েছেন। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঋতুপর্ণা মন্ডল। মোবাইল নাম্বার- ০১৭৬৯-৯২০৯৭৬।