Search

কেশবপুরে জাতীয় কবি স্মরণে ‘বিমুক্ত বিহঙ্গ’


কেশবপুরে জাতীয় কবি স্মরণে ‘বিমুক্ত বিহঙ্গ’

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জয়ন্তীতে স্মরণানুষ্ঠান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌরসভা চত্বরে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে এ উপলক্ষে গান, কবিতা, নৃত্য ও কবিকে নিয়ে আলোচনার আয়োজন করা হয়। জাতীয় কবিকে নিয়ে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানের নাম দেওয়া হয় ‘বিমুক্ত বিহঙ্গ’।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি উজ্জ্বল ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী। বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য, কবি নজরুল ইসলাম খান, নজরুলজয়ন্তী উদযাপন পর্ষদের আহ্বায়ক স্বপন মণ্ডল, সাংবাদিক দীলিপ মোদক, শিক্ষার্থী বিদিশা ব্যানার্জী বিন্দু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ বেতারের আবৃত্তি শিল্পী মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের শিল্পীরা নজরুল সংগীত, কবির লেখা কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন। যন্ত্র সংগীত শিল্পী ছিলেন অলোক বসু বাপী, নিমাই চাঁদ নন্দন ও জিৎ মল্লিক।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি উজ্জ্বল ব্যানার্জী বলেন, ‘বাংলার সাহিত্যাকাশে বিদ্রোহের ধুমকেতু হয়ে সকল অপশক্তির অবসান ঘটাতে আবির্ভ‚ত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। অগ্নিঝরা কলম আর কণ্ঠ দিয়ে যিনি জয় করেছেন বাঙালির হৃদয়। জাতীয় কবির স্মরণানুষ্ঠানে গানের সুরে, কবিতার ছন্দে ও নৃত্যশৈলীতে আমাদের এই নজরুল বন্দনা। কবি-সাহিত্যিক ও গণ্যমান্যব্যক্তিদের আলোচনার মধ্য দিয়ে এদিন জাতীয় কবিকে স্মরণ করার জন্য এ উদ্যোগ’।
তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য ও মানবতার কবি। তাঁর রচিত প্রবন্ধ, গান ও কাব্য সাহিত্য চর্চার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতির স্বপ্নময় বাংলাদেশ’।