কেশবপুরে জাকজমকপূর্ণভাবে বসন্তবরণ উদযাপন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে জাকজমকপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে বসন্তবরণ। বুধবার বিকেলে শহরের পাবলিক ময়দানে উপজেলা প্রশাসন ও বসন্ত উৎসব উদযাপন পর্ষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বসন্তের গান ও নৃত্যের তালে তালে ফুল ছিটিয়ে করা হয় অতিথিবরণ। বাসন্তী সাজে সজ্জিত হয়ে বসন্ত উৎসবে আসে বিভিন্ন বয়সী মানুষ। বিশেষ করে তরুণী ও নারীরা হলুদ বর্ণের শাড়ি আর মাথায় ফুলের মুকুট পরে মেতে ওঠেন আনন্দ-উল্লাসে। বিকেল থেকে মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্য ও গানের মাধ্যমে দর্শকদের বিনোদন দেন। এ ছাড়া শহরে বসন্ত উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক আশরাফ-উজ-জামান খান। অনুষ্ঠানে বক্তব্য দেন কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, বসন্ত উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব স্বপন মন্ডল, উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল, সাংবাদিক শামীম আক্তার মুকুল প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী অধ্যাপক তাপস মজুমদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেশবপুর শাখার সভাপতি শেখ শাহীন ও চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে।