কেশবপুরে এক নবমুসলিম পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ওবায়দুল্লাহ নামের এক নবমুসলিম পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে সংস্থার নেতৃবৃন্দ ভোগতী এলাকার ওই বাড়িতে গিয়ে পরিবারের চার সদস্যের জন্য এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন, এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার সহ উপদেষ্টা হামিদ হুসাইন আজাদ, সভাপতি মাস্টার ইমতিয়াজ উদ্দীন, পরিচালক গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম মাসুদ, আলামিন ইসলাম শ্রাবণ, আলী হুসাইন অন্তর, মুন্না, জাহিদ বিশ্বাস, জুয়েল হোসেন, লিটন আহমেদ, জুবায়ের হোসেন প্রমুখ। খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, তেল, আলু, মুরগী, শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়।