কেশবপুরে একদিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে একদিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন উন্নত জাতের গরু-ছাগল, হাস, মুরগি, পাখি, বিড়াল আনা হয়।
প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন। স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।