Search

কেশবপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শহিদুল


কেশবপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শহিদুল

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন জি এম শহিদুল ইসলাম। তিনি উপজেলার রামচন্দ্রপুর পাঁচপীর দরগাহ মহিলা দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফলাফলে মাদরাসা ক্যাটাগরিতে গত বৃহস্পতিবার শহিদুল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ।
জি এম শহিদুল ইসলাম ২০০০ সালের চার জানুয়ারি রামচন্দ্রপুর পাঁচপীর দরগাহ মহিলা দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ২০১৯ সালে ইন-হাউজ আইসিটির প্রশিক্ষক ছিলেন। শিক্ষক শহিদুল ইসলাম উপজেলার ব্রহ্মকাটি গ্রামের জি এম ঈমান আলী ও জোহরা বেগমের বড় ছেলে।