কেশবপুরে উপজেলা নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন পর্যন্ত চেয়ারম্যান পদে আট জন, ভাইস চেয়ারম্যান পদে ছয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- ওবায়দুর রহমান, নাসিমা আকতার সাদেক, আব্দুস সামাদ, ইমদাদুল হক, এস এম মাহবুবুর রহমান, কাজী মুজাহীদুল ইসলাম, মফিজুর রহমান ও আব্দুল্লাহ-নূর-আল আহসান। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে- সুমন সাহা, পলাশ কুমার মল্লিক, মনিরুল ইসলাম, ওজিহুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল লতিফ রানা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে- রাবেয়া খাতুন ও মনিরা খানম মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রার্থীদের ভেতর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল। প্রথম ধাপে নির্বাচন হওয়া এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।