Search

কেশবপুরের সাংবাদিকদের নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান


কেশবপুরের সাংবাদিকদের নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সাংবাদিকদের নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার মাধ্যমে ওই স্মারকলিপি প্রদান করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৬ (কেশবপুর) আসনের বিভিন্ন সংসদ সদস্য প্রার্থী ও তার কর্মী সমর্থকরা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার খবর পত্র-পত্রিকায় প্রকাশিত হলে সাংবাদিকদের হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকী দেওয়া হয়। গত শুক্রবার রাতে (২২ ডিসেম্বর) পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদকে একা পেয়ে কতিপয় যুবকেরা হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকী দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর কেশবপুরের সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিকরা একসভায় মিলিত হয়ে তীব্র নিন্দা জানান। ঘটনা উল্লেখ করে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুরের সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানিয়ে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, মোতাহার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ সামছুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, নির্বাহী সদস্য মেহেদী হাসান জাহিদ, শাহিনুর রহমান, আব্দুল করিম, সদস্য তন্ময় মিত্র বাপি, কামরুজ্জামান রাজু, অলিয়ার রহমান, মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন প্রমুখ। 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তুহিন হোসেন বলেন, স্মারকলিপি পেয়েছি, যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেয়া হবে।