কেশবপুরে দ্বিতল ছাদ বিশিষ্ট ঈদগাহে সর্ববৃহৎ ঈদের জামায়াত
ইসরাফিল হোসেন: মুসলমান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ১১ এপ্রিল (বৃহস্পতিবার) যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় যশোরের কেশবপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

এবারও কেশবপুরের কলাগাছিতে দ্বিতল ছাদ বিশিষ্ট ঈদগাহে সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুর রশিদ।
এর আগে অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, হাজারো মুসল্লিদের উপস্থিতিতে এ অঞ্চলের ভেতর সুফলাকাটি ইউনিয়নের কলাগাছিতে সর্ববৃহৎ ঈদের জামায়াত হয়ে থাকে।