কেশবপুরে থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি গ্রেপ্তার
যশোরের কেশবপুর শহরে একটি ভাঙ্গাড়ির দোকানে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছেন।

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর শহরে একটি ভাঙ্গাড়ির দোকানে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর ) বিকেলে শহরের হাফিজুর রহমান গাজী নামে এক ব্যক্তির ভাঙ্গাড়ির দোকান থেকে জুয়া খেলার সময় জুয়ার সরাজ্ঞামসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রক্ষকাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে আনিসুর রহমান (৪৫)
রামচন্দ্রপুর গ্রামের মৃত মোজাম আলী গাজীর ছেলে শুকুর আলী গাজী (৫০) মধ্যকুল গ্রামের মৃত আব্দুল খালেক বিশ্বাসের ছেলে ওমর আলী বিশ্বাস (৪২) বালিয়াডাঙ্গা গ্রামের আলেক গাজীর ছেলে হাফিজুর গাজী (৩২)।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুর রহমানের দিকনির্দেশনায় এস আই আবুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাফিজুর গাজীর ভাঙ্গাড়ির দোকান থেকে তাদের গ্রেফতার করেন।
থানা সূত্রে জানা যায় এ ঘটনায় কেশবপুর থানায় জুয়া আইনে একটি মামলা হয়েছে যার নম্বর (১)। শনিবার ২ সেপ্টেম্বর সকালে গ্রেফতারকৃতদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।#